ফেন্সিডিলসহ রংপুরে ধরা খেলেন হাতীবান্ধার হরেণ, আটক আরও দুই

রংপুর মহানগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পৃথক দুটি অভিয়ানে মাদকসহ তাদেরকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটের সামনে ও সুরভী উদ্যানের পশ্চিমে রংপুর সরকারী কলেজ রোড এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত হলেন, লালমনিরহাট জেলা হাতিবান্ধা থানার গোতামারী ইউনিয়নের দইখাওয়া ভুটিয়া মঙ্গল এলাকার শ্রী বলরাম বর্মনের ছেলেন শ্রী হরেণ চন্দ্র (২৬)। ঠাকুরগাঁও জেলা রত্নাই মরাধর এলাকার কয়েস আলীর ছেলে জামাল উদ্দিন (৩১) ও ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী থানার রত্নাই বাঁশবাড়ী এলাকার আব্দুল খালেকের ছেলে রাসেল রানা (২০)।

আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আরপিএমপি কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।