ফেন্সিডিলের ‘চালান’সহ রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কালীগঞ্জে ধরা

লালমনিরহাটের কালীগঞ্জ থেকে রংপুর মহানগর সেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল্লাহ আল মামুন পাপ্পু (২৬) নামে ওই নেতার সাথে থাকা ১২৪ বোতল ফেন্সিডিল এসময় জব্দ করে পুলিশ। তবে পুলিশ ওই ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি।

আজ শনিবার, ২৫জুন সকালে কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৪জুন) বিকেল ৩টায় উপজেলার কাকিনা-মহিপুর সড়কের সিরাজুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। 

আব্দুল্লাহ আল মামুন পাপ্পু রংপুর শহরের নিউ সেনপাড়া এলাকা তমিজ উদ্দিনের ছেলে। তিনি ২১ নং ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি ও বর্তমান রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকিনা-মহিপুর সড়কের সিরাজুল মার্কেটে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেলে করে ফেন্সিডিলসহ রংপুরের দিকে যাচ্ছিলেন তিনি।

টহলরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে সাইকেলটিকে ধাওয়া করে আটক করে পুলিশ। পরে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটিসহ উদ্ধারকৃত ফেন্সিডিল জব্দ করে পুলিশ।

কালীগঞ্জ থানার ওমি এটিএম গোলাম রসূল বলেন, আব্দুল্লাহ আল মামুন পাপ্প সেচ্ছাসেবকলীগের নেতা কিনা তা আমার জানা নেই।

তার বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশসুত্রে জানা গেছে।