ফেসবুকের নতুন সেবা ‘নিউজ ট্যাব’ চালু

এবার নতুন সেবা চালু করলো ফেসবুক। নিউজ ট্যাব নামের এই ফিচার থেকে খবরের শিরোনাম দেখা যাবে। এ তথ্য জানা গেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে।

এছাড়া শিরোনামে ক্লিক করলে সরাসরি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে বা অ্যাপে ঢুকে যাবে। ফেসবুকে ভুল তথ্য ছড়ানোর যুগে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন গণমাধ্যম বিশেষজ্ঞরা।

এতদিন সংবাদমাধ্যমের বিজ্ঞাপনের টাকায় ভাগ বসিয়ে এসেছে ফেসবুক। এ নিয়ে অনেক অভিযোগ ছিল সংবাদপত্র ও টেলিভিশনগুলোর।

১৫ বছর ধরে সংবাদমাধ্যমগুলোকে অনেকটা অবজ্ঞা করেই আসছে ফেসবুক। তবে এবার সংবাদমাধ্যমগুলো বিরাট অঙ্কের টাকা পাবে ফেসবুকের কাছ থেকে।

শুরুতে ওয়ালস্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, বিজনেস ইনসাইডার, এনবিসি, ইউএসএ টুডে এবং লসঅ্যাঞ্জেলেস টাইমসসহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরের শিরোনাম দেখানোর মধ্য দিয়ে এটি চালু হয়েছে।

এক সাক্ষাৎকারে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ফেসবুক এখন থেকে তথ্য প্রকাশক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কে যেতে চায়।

এনএইচ/রাতদিন