বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গঙ্গাচড়ায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তি দাবী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল স্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এতে অংশ নেন।

আজ শনিবার, ১২ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এ শ্লোগান ছিলো প্রতিবাদ সভার মূল উপপাদ্য। সকালে মানববন্ধন দিয়ে কর্মসূচী শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম এর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শরিফুল আলম।

আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আসিফ ফেরদৌস, কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার নুরুল আজিজ, সমবায় অফিসার আফতাবুজ্জামান, ইউএনও অফিসের অফিস সহকারী ফারুক আহম্মেদ প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তাগণ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞা করে।