বিপিএল খেলতে রাজি গেইল, মাঠ মাতাবেন চট্টগ্রামের হয়ে

অনিশ্চয়তার অবসান হয়েছে। বঙ্গবন্ধু বিপিএল খেলতে রাজি হয়েছেন ক্রিস গেইল।

তবে আসরের শুরু থেকে তাকে পাচ্ছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় কয়েকটি ম্যাচ পর দলে যোগ দেবেন এই ক্যারিবীয় দানব।

গতকাল সোমবার, ২ ডিসেম্বর রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিশ্চিত করেছে গেইলকে পাওয়ার খবরটি। দলটির ব্যবস্থাপনা পরিচালক কেএম রিফাতুজ্জামান জানান, ‘ক্রিস গেইলের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট আছে। পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে।

বিপিএলের আগের ছয়টি আসরেই খেলেছেন গেইল। দেশি-বিদেশি মিলিয়ে এ টুর্নামেন্টের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনি। টুর্নামেন্টের সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে কম বলে সেঞ্চুরি, সবচেয়ে কম বলে ফিফটি- এমন দারুণ সব রেকর্ড আছে এ বাঁহাতি ওপেনারের।

ক্যারিবীয় বিস্ফোরক ব্যাটসম্যান গেইলকে ১ লাখ ডলারে (বাংলাদেশি টাকায় ৮৫ লাখ) ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে দলে নেয় চট্টগ্রাম। ড্রাফট সম্পন্ন হওয়ার ১০দিন পর জানা যায় গেইল নিজেই জানেন না তিনি বিপিএল খেলবেন! ড্রাফটে নাম কীভাবে এলো সে প্রশ্নও ছুঁড়ে দেন টি-টুয়েন্টির ফেরিওয়ালা। তখন থেকেই তাকে নিয়ে শুরু হয় অনিশ্চয়তা।

শান্ত/রাতদিন