বর্ষার আগেই বানে ভাসলো ভারতের বিন্নাগুড়ি

গত দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের বানারহাট ও বিন্নাগুড়ি। গত রোববার, ২৮ এপ্রিল টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে এই এলাকার অধিকাংশ রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যায়।

বৃষ্টির তোড়ে তলিয়ে যায় বানারহাট বাজার। এমনকি বৃষ্টির পানিতে তলিয়ে যায় বানারহাট-শিলিগুড়ি সড়কও। সড়কের উপর স্রোতের টানে বেশ কয়েক জায়গায় ভাংগন দেখা দিয়েছে।

বানারহাট সংলগ্ন রেডব্যাংক চা বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া ডায়না নদীতে এসময় প্লাবন দেখা দেয়। অনেকটা হঠাৎ করেই শুকনা নদী ভরে যায় বৃষ্টির পানিতে আর দেখা দেয় প্রবল স্রোত।

জলমগ্ন এলাকার বাসিন্দারা জাতীয় সড়ক এবং রেললাইনের পাশে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। জলের তোড়ে জাতীয় সড়কের একটি কালভার্ট ভেসে যাওয়ায় বানারহাট ও বিন্নাগুড়ির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে বিন্নাগুড়িতেও বেশ কয়েকটি রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। বর্ষা শুরুর আগেই হঠাৎ এই বন্যায় আতংকগ্রস্থ হয়ে পড়ে ওই এলাকার মানুষ।

সমাজসেবী বিশ্বনাথ বনিক বলছিলেন, ‘চা বাগান এলাকাত এনং করি বানা হইলে ভাসি যাবে মেলা গরিব মানষির বাড়ী।’

চা বাগান শ্রমিক নেত্রী শান্তি খেস জানালেন, ‘একে বাগান বন্ধ তার উপুরা যদি হয় বানা তাহলে ক্ষতির মুখোত পরিবে মেল্লা গরিব মানষি।’

আরআই/রাতদিন