বসন্ত এসেছে, শীত কমছে

আজ মাঘের ৩০ তারিখ। বসন্ত এল বলে। এ অবস্থায় ঠাণ্ডা কমে আবহাওয়াও যেন ক্রমে সহনীয় হয়ে ওঠা শুরু করছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগসহ দেশের উত্তর-দক্ষিণাঞ্চলে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হতে পারে।

আজ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শীতের প্রবণতা কমতে শুরু করবে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের রাজশাহী, পাবনা, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলসমূহের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে তা কমে যাবে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

এছাড়া আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ও রাজারহাটে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ইশ্বরদীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এবি/রাতদিন