বসুন্ধরা কিংসের মেয়েরা ১৫ গোলে হারিয়েছে কুমিল্লা ইউনাইটেডকে

বসুন্ধরা কিংসের মেয়েরা ১৫-০ গোলে হারিয়েছে কুমিল্লা ইউনাইটেডকে । খেলার প্রথমার্ধে ৯ গোল ও দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল করে বসুন্ধরা কিংস। ওই খেলায় কৃষ্ণা ও সাবিনা করেছে ৪ টি করে গোল।

আজ মঙ্গলবার, ১ ডিসেম্বর ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১৩ মিনিটে কৃষ্ণার গোলে এগিয়ে যায় বসুন্ধরা। এরপর ২২, ৩৩ ও ৪০ মিনিটে আরও তিন গোল করেন তিনি। 

সাবিনার গোল চারটি এসেছে ১৭, ২১, ৩৭ ও ৭৯ মিনিটে। দলের হয়ে দুটি করে গোল করেছেন তহুরা ও শিউলি। একটি করে গোল করেছেন মনিকা, মাসুরা ও শামসুন্নাহার।

আরআই/রাতদিন