বাংলাদেশের ‘ক্ষুদে মেসি’ আমন্ত্রণ পেল বার্সেলোনার একাডেমিতে

বাংলাদেশের ‘ক্ষুদে মেসি’ খ্যাত রাইয়ান আবদুল্লা ভারতে অবস্থিত বার্সেলোনার একাডেমিতে ট্রায়ালের আমন্ত্রণ পেয়েছে। এর আগে মালয়েশিয়ায় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির ট্যালেন্ট হান্টে আমন্ত্রণ পেয়েছিল রাইয়ান। আমন্ত্রনে সাড়া দিয়ে নিজের নৈপূণ্য দেখিয়ে প্রশংসা পেয়েছিল ইউরোপের বড় ক্লাবগুলোর।

অনেকেই রাইয়ানকে লিওনেল মেসির ছোটবেলার প্রতিচ্ছবি মনে করেন। দুজনের মধ্যে রয়েছে অনেক মিল। বাঁ পায়ে বল নিয়ন্ত্রণ বা প্রতিপক্ষের ফুটবলারদের নাস্তানাবুদ করতে অপ্রতিরোধ্য রাইয়ান। এজন্যই তাকে বিশ্বসেরা আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাইয়ানের ফুটবল নিয়ে বিভিন্ন কারিকুরির ভিডিও দেখে যোগাযোগ করেন ভারতে বার্সেলোনার কান্ট্রি ম্যানেজার আইতোর ওলমো। ভারতে অবস্থিত বার্সেলোনা একাডেমিতে যোগ দিতে রাইয়ানকে ট্রায়াল দেয়ার আমন্ত্রণ জানান তিনি।

আরআই /রাতদিন