বাংলাদেশের মেয়েরা এসএ গেমসে খেলছেন না

ক্রিকেটারদের ধর্মঘটের ডামাডোলের মাঝে দেশের মেয়েরা খেলতে অস্বীকৃতি জানিয়েছে বলে মনে হতে পারে। আসলে ব্যাপারটা তেমন নয়। খোদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনই (বাফুফে) এবার এসএ গেমসে মেয়েদের দল পাঠাবে না। আসরে ভারত ও নেপালের মতো বড় দলগুলোর কাছে হেরে মেয়েদের মনোবল ভেঙে যেতে পারে ঠিক এই আশঙ্কায় মেয়েদের দল পাঠাবে না বাফুফে।

খবরটি নিশ্চিত করেছেন সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

অথচ গত আসরে ভারতের মাটিতে ব্রোঞ্জ জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কোচ গোলাম রব্বানী ছোটনও বাফুফের কর্তা-ব্যক্তিদের সঙ্গে একমত। বাংলাদেশের মেয়েদের জাতীয় ফুটবল দলের হয়ে আসলে খেলেন বয়সভিত্তিক দলের ফুটবলাররা।

প্রসঙ্গত, ১ ডিসেম্বর থেকে নেপালে শুরু হচ্ছে এসএ গেমসের আগামী আসর।

এন এ/রাতদিন