বাংলাদেশ থেকে পাটপাতার চা রপ্তানী হচ্ছে জার্মানিতে

পাটপাতা থেকে উৎপাদিত চা বিশ্ব বাজারে চাহিদা তৈরি হয়ে গেছে- এমন  অপার সম্ভাবনার  কথা জানালেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ।  

আজ সোমবার, ৯ সেপ্টেম্বর সংসদে সরকারি দলের সদস্য ফরিদুল হক খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

গত অর্থবছরে বাংলাদেশ আড়াই মেট্রিকটন পাট পাতা থেকে উৎপাদিত চা জার্মানে রপ্তানী করেছে । ওই দেশ থেকে আরো ৫ মেট্রিক টনের চাহিদা পাওয়া গেছে । চলতি অর্থবছরে বাংলাদেশ ৫ মেট্রিক টন পাট পাতা থেকে উৎপাদিত চা রপ্তানী করবে ।

গোলাম দস্তগীর গাজী বলেন, পাট পাতা থেকে চা উৎপাদন করে বিদেশে রপ্তনীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে।  এতে কৃষকরা উৎসাহিত হবে । পাট শিল্প একটি বহুমূখি লাভজনক খাত হিসেবে নতুন দিগন্ত সূচিত হবে ।

এসকে/রাতদিন