বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু হলো

বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আকাশপথে যোগাযোগ আজ রোববার থেকে শুরু হয়েছে। এর আগে তিন দফায় বাংলাদেশের সঙ্গে ভারতের আকাশপথে চলাচল শুরুর তারিখ পেছানোর পর আজ থেকে তা শুরু হলো।

গতকাল শনিবার, ০৪ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মাফিদুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের যাত্রীর ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা সরকারি কেন্দ্র থেকে সম্পন্ন করতে হবে। দুই দেশের নিয়ম অনুসারে যাত্রীরা কোয়ারেন্টিনে থাকবেন।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে বিমানের প্রথম ফ্লাইট যাবে।

করোনা মহামারির মধ্যে গত বছরের অক্টোবরে ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বিমান চলাচল শুরু হয়েছিল। তবে করোনাভাইরাস মহামারিতে ভারত বিপর্যস্ত হয়ে পড়লে চলতি বছরের এপ্রিলে বন্ধ হয় বিমান চলাচল।

জেএম/রাতদিন

মন্তব্যসমূহ প্রদর্শন করা হবে (3)