বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাচ্ছে : নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয় বারের মতো সরকার গঠনের পর বাংলাদেশের সঙ্গে কাজ করতে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি সকালে   ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন বলে জানাচ্ছে বাসস।

পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতকে বেছে নেয়ায় আবদুল মোমেনের প্রশংসা করেন মোদি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত কয়েক বছর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

এর আগে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী বাসসকে বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ভারতের কাছে আরো সহায়তা চাইবে।’

পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দুদেশের মধ্যে দুর্নীতির তদন্ত, টেলিভিশন সম্প্রচার ও ওষুধ স্থাপনাসহ ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবদুল মোমেন শুক্রবার অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) ৫ম বৈঠকে যোগ দিতে বুধবার রাতে সেদেশে পৌঁছেছেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

এবি/০৭.০২.১৯