বাইসাইকেলে কানে হেডফোন, কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার্থীর প্রাণ গেল ট্রাকে

কুড়িগ্রামের উলিপুর পৌরসভা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানজিদ ইসলাম (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী মৃত্যু হয়েছে। উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজ এলাকায় ট্রাক চাপা পড়েন তানজিদ।

আজ সোমবার, ২৫ অক্টোবর সকাল ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত তানজিদ ইসলাম উলিপুর পৌরসভা এলাকার নিজাইখামার গ্রামের মৃত বক্তার আলীর ছেলে। সে বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে সকাল ৭টার দিকে বাড়ি থেকে সাইকেলে চড়ে প্রাইভেট পড়তে যাচ্ছিলো সে। উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা বালু বোঝাই ট্রাক ধাক্কা দিলে তানজিদ ইসলাম সাইকেল থেকে রাস্তায় থেকে ছিটকে পড়েন।

এসময় ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তানজিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইকেল চালিয়ে যাওয়ার সময় নিহত শিক্ষার্থীর কানে হেডফোন ছিলো এবং সে এক হাত দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলো। এছাড়াও অপর হাতে সে সাইকেল চালানো অবস্থায় খাবার খাচ্ছিলো।

দুর্ঘটনায় মৃত্যুর এ বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বাতেন। তিনি জানান, ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

জেএম/রাতদিন