বাদাম ক্ষেতে ছাগল, বড় ভাই’র লাঠির আঘাতে ছোট ভাই নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহতের অভিযোগ উঠেছে। বাদাম খেতে ছাগল প্রবেশ করায় সৃষ্ট দ্বন্দে নিহতের এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার পর থেকে বড় ভাই সোনা মিয়া পলাতক রয়েছেন।

বুধবার, ২০ মে বিকেলে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউপির কায়েতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সবুর আলী ওই এলাকার কেরামত আলীর ছোট ছেলে।

জানা গেছে, আজ বিকেলে বড় ভাই সোনা মিয়ার বাদাম খেতে ছোট ভাই সবুর আলীর ছাগল প্রবেশ করাকে কেন্দ্র করে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোনা মিয়া লাঠি দিয়ে সবুর আলীর মাথায় আঘাত করে। প্রচন্ড আঘাতে সবুর আলী মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোদা থানার ওসি (তদন্ত) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকেই সোনা মিয়া পলাতক রয়েছে। তাকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এখনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেএম/রাতদিন