বাবাকে হারিয়ে দিশেহারা হাতীবান্ধার ফাতেমা, খুঁজে পেতে চেয়েছেন সহায়তা

ছকমল হোসেন। বয়স ৮০ বছর। বাক প্রতিবন্ধী। নিখোঁজ হয়েছেন ১৫ দিন আগে। বাবাকে খুঁজে পেতে সকল প্রকার চেষ্টা করেছেন মেয়ে ফাতেমা বেগম(৪০)। কোন ভাবেই খুঁজে না পেয়ে স্মরণাপন্ন হয়েছেন পুলিশের। লালমনিরহাটের হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন তিনি।

সোমবার, ১মার্চ দুপুরে সাধারণ ডায়েরি(জিডি ‘র বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম।

নিখোঁজ ছকমল হোসেন উপজেলার সিংগীমারী এলাকার ৮ নং ওয়ার্ডের মৃত মজে শেখের ছেলে।

জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি সকালে সাদা রংয়ের পাঞ্জাবি ও লুঙ্গি পড়ে লাঠি হাতে ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি থেকে হন ছকমল। তখন থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ফাতেমা বেগম বলেন, আমার বাবাই ছিল সম্বল। তাকে হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি। আমি গরীব মানুষ, বাবা ভিক্ষা করে যতটুকু নিয়ে আনতেন সেটি দিয়ে সংসার চলতো। আমার বাবাকে কেউ খুঁজে পেয়ে থাকলে এনে দিন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, নিখোঁজ ওই বৃদ্ধের ছবি অন্যান্য থানায় পাঠিয়ে দেয়া হয়েছে। তাকে খুঁজে পেতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি।

মতামত দিন