রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকায় বাস ও নসিমনের সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার, ২ মে সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসের চালকের সহকারী (হেলপার) হানিফ, যাত্রী মনোয়ারা ও আমেনা বেগম। তিনজনেরই বাড়ি বাঘা উপজেলার বিভিন্ন গ্রামে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী সংবাদমাধ্যমকে জানিয়েছেন,
সকালে বাঘা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে রাব্বী এন্টারপ্রাইজ নামের একটি বাস রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। পথে মীরগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ তিনজন নিহত ও ১২ জন আহত হন।
এইচএ/রাতদিন