বিএনপির কেউ নির্বাচনে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা : রিজভী

বর্তমান সরকারের অধীনে বিএনপির কোনো নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘এটা দলীয় সিদ্ধান্ত। যদি কেউ এটা না মানে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার, ১৭ ফেব্রুয়ারি বিকেলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

রিজভী আরোও বলেছেন, দেশে মিড নাইট(মধ্য রাত) নির্বাচনের প্রধান কারিগর প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি নির্বাচনের যে নজির সৃষ্টি করেছেন তাতে অন্যান্য রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনগুলোতে অংশগ্রহণ করবে তা তিনি কী ভাবে আশা করেন!

তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন দেখেই বোঝা যাচ্ছে উপজেলা নির্বাচনের ভবিষ্যৎ কী হবে।

রিজভী বলেন, সিইসি গণতন্ত্রের কবর দিয়েছেন ২৯ ডিসেম্বর রাতেই। তাই আইন-কানুন, নিয়ম-নীতি, লজ্জা শরমের ধার ধারছেন না তিনি।

এইচএ/রাতদিন