বিতর্ক এড়াতে নিজের কবরের জায়গা নির্ধারণ করলেন জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মারা যাওয়ার পর তাঁর মরদেহ বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘কবর দেয়া নিয়ে যেন কোনো বিতর্ক তৈরি না হয় সেজন্য আগাম বলে গেলাম’।

আজ রোববার, ২৫ অক্টোবর রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন।

সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাবা-মায়ের কবরের পাশে ইট দিয়ে যেন জায়গা নির্ধারণ করে রাখা হয়। আমি চাইনা আমি মারা যাবার পর কোথায় কবর দেয়া হবে তা নিয়ে কোনো বিতর্ক হোক।

পরে জিএম কাদের রংপুর সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় অন্যান্যের মধ্যে সেখানে ছিলেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ন সম্পাদক লোকমান হোসেন ও জেলা সম্পাদক আব্দুর রাজ্জাক।

বিকেলে নগরীর কালিবাড়ি, ধর্মসভাসহ বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন জিএম কাদের।

এইচএ/রাতদিন