বিদ্যুুৎস্পৃষ্ট হয়ে বাবা-মায়ের মৃত্যু, অল্পের জন্য বেঁচে গেল সন্তান

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীর ডিমলায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় প্রাণে বেঁচে যায় ওই দম্পতির এক সন্তান।

আজ বুধবার, ৭ আগষ্ট উপজেলার উত্তর গয়াবাড়ি ধনীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মনির উদ্দিনের ছেলে দিলীপ ইসলাম (৪৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৪০)।

স্থানীয়রা জানান, ওই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে। সম্প্রতি বড় মেয়ের বিয়ে দিয়েছেন। ছোট ছেলে ও মেয়ে ঘটনার সময় স্কুলে ছিল। তবে দুপুর ২টার দিকে ছোট মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী রুবিনা স্কুল থেকে বাড়ি ফেরে। সে ঘরে ঢুকে বাবা-মাকে মেঝেতে পড়ে থাকতে দেখে তাদের হাত ধরতে গেলে সেও বিদ্যুতের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এ সময় রুবিনার আত্মচিৎকারে গ্রামবাসী ছুটে এসে ওই বাড়ির বিদ্যুতের মেইন সুইচ অফ করে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ জানান, দিলীপ ইসলামের মরদেহ ঘরের মেঝেতে পড়েছিল। পাশেই তার স্ত্রীও পড়েছিল। ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রী দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

এনএইচ/রাতদিন