বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর আহ্বান, জাপানের সাড়া

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘জাপান বাংলাদেশের বন্ধু। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুর্ণগঠনে দেশটি বাংলাদেশকে অনেক সহযোগিতা দিয়েছে।’

‘জাপানি সাহায্য সংস্থা এখনো বাংলাদেশে কাজ করছে। অনেক জাপানি বাংলাদেশে কর্মরত আছে। জাপানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের’ -যোগ করে বলেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমির সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন। সরকারি একটি সূত্রে জানা গেছে এসব তথ্য।

টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশের বিভিন্ন এলাকায় ১০০টি বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। নারায়ণগঞ্জের আড়াই হাজার এবং চট্টগ্রামের মীরেরসরাইয়ে দুটি বিশেষ অর্থনৈতিক জোনে জাপান বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।’

জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশ সফর করলে এবং বাংলাদেশের ব্যাবসায়ীরা ওই দেশ সফরে গেলে উভয় দেশের ব্যবসায়ীরাই বাণিজ্য ক্ষেত্রে লাভবান হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। মতবিনিময়ে তিনি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান জাপান সরকারের প্রতি।

জবাবে জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। জাপান এ সম্পর্ক আরো বাড়াতে আগ্রহী। বাংলাদেশ সকল ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। এতে জাপান খুশি। জাপান বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে।’

এমএইচ/রাতদিন