বিশ্বজুড়ে ২৪ ঘন্টায় গেল আরও ৭ হাজার মানুষের প্রাণ, আক্রান্ত ৫ লক্ষাধিক

সারা পৃথিবীতে গত ২৪ ঘণ্টায় আরো প্রায় ৭ হাজার মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে ৫ লক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ১২ লাখ ৬৯ হাজারের কাছাকাছি।

আজ মঙ্গলবার, ১০ নভেম্বর সকাল সোয়া ৭টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৫ কোটি ১২ লাখ ৩৩ হাজার ৪৪২ জনে দাঁড়িয়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে এমনটা জানা গেছে।

এর মধ্যে ১২ লাখ ৬৮ হাজার ৯০৫ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ৪১৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৩৯ লাখ ১৮ হাজার ১২২ জন করোনারোগী, যাদের মধ্যে ৯৩ হাজার ৮৬৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ৪ লাখ ২১ হাজার ৭৬ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ লাখ ৯১ হাজার ৭৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৫৬ লাখ ৭৫ হাজার ৭৬৬ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া ফ্রান্সে চতুর্থ সর্বোচ্চ ১৮ লাখ ৭ হাজার ৪৭৯ জন ও রাশিয়ায় পঞ্চম সর্বোচ্চ ১৭ লাখ ৯৬ হাজার ১৩২ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—স্পেন (১৪ লাখ ২৬ হাজার ৬০২ জন), আর্জেন্টিনা (১২ লাখ ৫০ হাজার ৪৯৯ জন), যুক্তরাজ্য (১২ লাখ ১৩ হাজার ৩৬৩ জন), কলম্বিয়া (১১ লাখ ৪৯ হাজার ৬৩ জন) ও মেক্সিকো (৯ লাখ ৬৭ হাজার ৮২৫ জন)।

কোভিড-১৯ মহামারীতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বোচ্চ ২ লাখ ৪৪ হাজার ৪৪৮ জন মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৬২ হাজার ৬৩৮ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। ভারতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ২৭ হাজার ১০৪ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৯৫ হাজার ২৭ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪৯ হাজার ২৩৮ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে- ইতালি (মৃত্যু ৪১ হাজার ৭৫০ জন), ফ্রান্স (মৃত্যু ৪০ হাজার ৯৮৭ জন), স্পেন (মৃত্যু ৩৯ হাজার ৩৪৫ জন), ইরান (মৃত্যু ৩৮ হাজার ৭৪৯ জন) ও পেরু (মৃত্যু ৩৪ হাজার ৯৪৩ জন)।

আর বাংলাদেশে কোভিড-১৯এ আক্রান্ত হয়ে মারা গেছে ৬ হাজার ৯২ জন। অবস্থানগত দিক থেকে বাংলাদেশ ২৯তম।

জেএম/রাতদিন