বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে সড়ক অবরোধ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

শনিবার, ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) নেতৃত্বে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

অবরোধ চলাকালে আয়োজিত সভায় বেরোবিসাসের সভাপতি সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন।  সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুলের সঞ্চালনায় আধাঘন্টা ব্যাপী এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ এবং শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে বিচারের দাবি জানান।

এসময় বেরোবিসাসের সদস্য রাব্বী হাসান সবুজ ও সৌম্য সরকার উপস্থিত ছিলেন।

সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নাজমুল হুদা নিমু, আলিফ, আদনান, বায়েজিদ আহমেদ, আদনান, শিহাব, ফাহিম, নাহিদ, হিমেলসহ এসময় উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচীতে অংশ নেন।

জেএম/রাতদিন