বিসিসিআই সভাপতির আমন্ত্রণে দিবা-রাত্রির টেস্টে গাইবেন রুনা লায়লা

ইতিহাসের অংশ হতে যাওয়া বাংলাদেশ ও ভারতের প্রথম দিবা-রাত্রির টেস্টকে সামনে রেখে বিশেষ পরিকল্পনা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

এর অংশ হিসেবে তিনি আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লাকে। কলকাতার ইডেন গার্ডেনসে খেলা শুরুর আগে সংগীত পরিবেশন করবেন তিনি।

রুনা বুধবার, ৬ নভেম্বর রাতে সংবাদমাধ্যমকে জানান, ১৫ মিনিটের পরিবেশনা থাকবে আমার। সম্ভবত দুই-তিনটি গান গাইবো। আগামী ২১ নভেম্বর কলকাতায় যাবো।

তিনি আরও বলেন, ‘সৌরভ গাঙ্গুলী দারুণ মানুষ। সে আমার গানের বেশ কদর করে। তার আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। বাংলাদেশের ছেলেরা প্রথমবার দিবা-রাত্রির টেস্ট খেলবে, এ উপলক্ষে গান গাওয়াটা অন্যরকম ব্যাপার মনে হচ্ছে।’

কলকাতার ইডেন গার্ডেনসে আগামী ২২ নভেম্বর বেল বাজিয়ে শুরু হবে দিবা-রাত্রির টেস্ট। লর্ডসে একই রীতিতে টেস্ট শুরু হয়।

এদিকে দিবা-রাত্রির টেস্ট উপভোগ করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। তাকে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) পক্ষ থেকে দেওয়া হবে বলের আকৃতির স্মারক ও সোনার মুদ্রা। পাশাপাশি গ্যালারিতে থাকার জন্য বাংলাদেশের অভিষেক টেস্ট স্কোয়াডকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

শান্ত/রাতদিন