বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি আজ, ১ জুন থেকে আট দিন বন্ধ থাকবে।  স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ  অ্যাসোসিয়েশনের  এক যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

শুক্রবার, ৩১ মে স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ  অ্যাসোসিয়েশনের ওই যৌথ সভা অনুষ্ঠিত হয়। শেষে জানানো হয়, ঈদের ছুটি শেষে দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় ১ জুন থেকে ৮ জুন পর্যন্ত বুড়িমারী ও চ্যাংড়াবান্দা স্থল বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে দুই দেশে যাত্রীপারাপার স্বাভাবিক থাকবে ।

বুড়িমারী স্থলবন্দরের সহকারি কমিশনার (এসি) আব্দুস সামাদ রাতদিননিউজকে নিশ্চিত করেন, স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ  অ্যাসোসিয়েশনে যৌথ সিদ্ধান্ত মতে  ঈদ উপলক্ষে আগামি আট জুন পর্যন্ত আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও জানান, আমদানী-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশে যাত্রীপারাপার যথারীতি চলবে।

জেএম/রাতদিন