বুড়িমারী হত্যাকান্ড: ‘গামছা কালাম’ গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডে বিশু

লালমনিরহাটের বুড়িমারীতে গুজব ছড়িয়ে আবু ইউনুছ মো. সহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় নতুন করে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ নিয়ে তিন মামলায় মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে আজ রোববার, ২২ নভেম্বর আরেক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ডিবি জানায়, গত শনিবার রাতে বুড়িমারীর বামনদল এলাকা থেকে আবু কালাম ওরফে গামছা কালামকে গ্রেপ্তার করে আজ আদালতে হাজির করা হয়। এদিকে গত বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত রাসেল ইসলাম রাজ ওরফে বিশুর আজ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ২৯ অক্টোবর বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সৃষ্ট গুজবে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচাত ভাই, পুলিশ ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদি হয়ে পাটগ্রাম থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন।

এবি/রাতদিন