বৃষ্টির কারণে এখনও মাঠে নামেনি টাইগাররা

আকাশ ঘন মেঘে ঢাকা। বইছে প্রচন্ড বাতাস। সেইসাথে বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এর ফলে ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার ম্যাচের টসে বিলম্ব হচ্ছে।

আপাতত তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে। বৃষ্টির সঙ্গে ঠাণ্ডা বাতাস বইছে। তবে খেলা শুরু হলে, গরম কাপড় পড়ে মাঠে নামতে হবে ক্রিকেটারদের।

নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ম্যাচ শুরুর কথা ছিল। সেই অনুযায়ী বেলা ৩ টায় টস হওয়ার কথা ছিল। তবে সকাল থেকে বৃষ্টি থাকায় নির্ধারিত সময়ে টস হয়নি। বেলা সাড়ে ৩ টায় ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করেছেন। খেলা শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তারা। ‍

এদিকে মাঠ কর্মী এবং নিরাপত্তাকর্মীরাও তৎপর। কোন দর্শককে ঢুকতে দেয়া হচ্ছে না মাঠে। খেলা শুরুর সম্ভাবনা থাকলেই কেবল দর্শকদের মাঠে ঢোকার অনুমতি মিলবে।

তবে স্টেডিয়ামের বাইরে ঢোল বাজছে সকাল পৌনে ১০টা থেকেই। বাংলাদেশের ঢোল, লাল সবুজ পতাকা হাতে ও টাইগারদের জার্সি গায়ে চলে এসেছেন প্রবাসী বাঙালিরা।

উল্লেখ্য, বাংলাদেশ প্রথম ৩ ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরেছে তারা। অপরদিকে শ্রীলঙ্কাও প্রথম ৩ ম্যাচের একটিতে জিতেছে। তাই শেষ চারে যেতে দু’দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ।

এনএইচ/ রাতদিন