বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার থেকে

আগামী মঙ্গলবার, ২৩ জুলাই থেকে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় থাকায় আজ রোববার ও আগামীকাল সোমবার বৃষ্টিপাতের প্রবণতা কম থাকার সম্ভাবনা রয়েছে।

আজ রোববার, সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ময়মনসিংহ কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রাজশাহী, পাবনা, রংপুর, যশোর ও সাতক্ষীরা অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় তেতুলিয়ায় ৫৪ মিলিমিটার, রাঙ্গামাটিতে ৪৮ মিলিমিটার এবং সিলেটে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এবি/রাতদিন