বৃষ্টি হতে পারে রংপুর বিভাগে

রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগেও একইভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার, ২৫ জানুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তি ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।

পূর্বাভাসে বলা হয়, রংপুর বিভাগে দিনের তাপমাত্র ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ।
পরবর্তী ৭২ ঘন্টা বা ৩ দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এসকে/২৫.০১.২০১৯