বেতন বৈষম্য নিরসনের দাবীতে কুড়িগ্রামে রাস্তায় দাড়ালেন স্বাস্থ্য পরিদর্শকরা

কুড়িগ্রামে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেছে। প্রধান মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা অনুযায়ী নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি পালন করে তারা।

আজ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর এই কর্মবিরতি পালন করা হয়। এসময় কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সামনে এসব দাবী সংবলিত ব্যানার হাতে নিয়ে তারা এ কর্মবিরতি পালন করেন।

বাংলাদেশ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচীতে বক্তারা বলেন, আমরা চাকরীর শুরু থেকেই অবহেলিত, বঞ্চিত ও চরম বৈষম্যের শিকার হয়ে আসছি। অথচ আমাদের কাজের দক্ষতায় টিকাদান কর্মসূচীতে বাংলাদেশ বিশ্বের রোলমডেল। শুধু টিকাদান কর্মসূচী নয় এরই ধারাবাহিকতায় মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানো, পোলিও মুক্ত বাংলাদেশ, শিশুদের যক্ষা নিয়ন্ত্রণ, গুটি বসন্ত মুক্ত বাংলাদেশগড়াসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি।’

তারা দাবী করেন, স্বাস্থ্য পরিদর্শকদের ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২ ও স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করতে হবে।

উত্থাপিত এসব দাবী দ্রুত মেনে নেয়ার জন্য এসময় সরকারকে অনুরোধ জানানো হয়।

জেএম/রাতদিন