বেরোবিতে প্রথমবারের মতো প্রো-ভিসি নিয়োগ

প্রথমবারের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে এ পদে নিয়োগ দিয়েছেন আচার্য।

আজ মঙ্গলবার, ১০ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৪ বছরের জন্য তাঁকে প্রো-ভিসির দ্বায়িত্ব দেওয়া হয়।

মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ এর ১২ (১) অনুযায়ী অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে আগামী ৪ বছরের জন্য উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতার প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। 

ড. সরিফা সালোয়া ডিনা বলেন, ‘যে কোনো পদে দায়িত্ব পাওয়াটা যেমন আনন্দের তেমনি সঠিকভাবে দায়িত্ব পালন করাটাও অনেক কঠিন। তারপরও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সমস্যার সমাধানে কাজ করে যাবো।’

এবি/রাতদিন