বৈশাখী ভাতার টাকায় ইলিশ না কিনে, কর্মহীনদের জন্য খাবার কিনলেন তারা

গোটা দেশের মতো লালমনিরহাটের কালীগঞ্জের মানুষও ঘরবন্দি হয়ে পড়েছে করোনা প্রাদূর্ভাবে। ঘরবন্দি এসব কর্মহীন মানুষ ক্রমান্বয়ে খাদ্যহীন হয়ে পড়ছেন।  এদের কথা চিন্তা করে বৈশাখী ভাতার টাকায় অসহায় এই মানুষগুলোকে খাদ্য সামগ্রী কিনে দিলেন তুষভান্ডার মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষকবৃন্দ।

রোববার, ১৯ এপ্রিল দুপুরে কলেজ চত্ত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহব্বুবজ্জামান আহমেদ উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এদিন এলাকার ১৫০ পরিবারকে চাল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে কলেজটির প্রতিষ্ঠাতা ও তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, অধ্যক্ষ মাহবুবর রহমান, উপাধ্যক্ষ রেফাজ রাঙ্গা, সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম, মহিউল ইসলাম মিন্টু, ক্রীড়া শিক্ষক গোলাম মোরশেদ জামিল মুন্না, গ্রন্থাগারিক গোলাম মোস্তাক জামিল সানি ও ইংরাজি প্রভাষক হিরণময় বিশ্বাস টিপুসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এনএ/রাতদিন