বৌভাতে মাংস নিয়ে বিতন্ডা, পিটিয়ে বরের চাচাকে হত্যা

বৌভাতের অনুষ্ঠানের খাবারে মাংস কম দেওয়ার অভিযোগে ঝগড়ার এক পর্যায়ে বরের চাচাকে পিটিয়ে হত‌্যা করা হয়েছে। আজ মঙ্গলবার, ৫ জানুয়ারি বরিশালের বাবুগঞ্জে এ ঘটনা ঘটে।  এতে উভয় পক্ষের ২০ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীরের সাথে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়।

আজ রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি নেওয়ার আয়োজন (বৌভাত) করা হয়।  কনে বাড়ি থেকে ৪৮ স্বজন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। খাবার খাওয়ার একপর্যায়ে মাংস কম দেয়াকে কেন্দ্র করে কনের বাড়িতে হাতাহাতি শুরু হয়। দেখতে দেখতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  এক পর্যায়ে কনে পক্ষের মারধরে বরের চাচা আজহার মীর মারা যান।

চাঁদপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ খান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা কনের বাবা আবুল কালাম হাওলাদারসহ ২০ জনকে আটকে রেখেছে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ বরের বাড়ি গিয়ে ছয় জনকে আটক করে থানায় এনেছে’।

আরআই/রাতদিন