ব্যাগভর্তি ফেন্সিডিলসহ হিলি রেলওয়ে স্টেশনে দুই যুবক আটক

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানার নিয়ন্ত্রণাধীন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা এক ব্যাগ ফেন্সিডিলসহ হাতেনাতে দুই যুবককে আটক করেছে। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলও এসময় জব্দ করা হয়।

আজ শুক্রবার, ৮ জুলাই দুপুরে হিলি রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করে রেলওয়ে পুলিশ।

আটক ওই দুই যুবক হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের নাছিম উদ্দিনের ছেলে শিবলু ( ১৯) ও একই গ্রামের মোনা মিয়ার ছেলে বাঁধন (২৩)।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি দেওয়ান জিয়াউর রহমান জিয়া জানান, হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কায়কোবাদ এর নেতৃত্বে একদল রেলওয়ে পুলিশ ওই দুই যুবককে আটক করে। ওই দুই যুবক ভারত থেকে একটি ব্যাগে করে ৩৪ বোতল ফেন্সিডিল একটি প্লাটিনা মোটর সাইকেলে করে নিয়ে যাওয়ার সময় হিলি রেলওয়ে স্টেশনের ৫ নং রেল লাইন সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে।