ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নের টাকা ফেরত দেবে আ.লীগ

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যারা আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে।

জানা গেছে, উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোয়ন না দিয়ে সেগুলো উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছিল আ.লীগ।

পরবর্তিতে সিদ্ধান্ত পরিবর্তন করে পদ দুটির জন্য মনোনয়ন দেওয়ার ঘোষণা দেয় দলটি। সেই অনুয়ায়ি মনোনয়ন ফরমও বিক্রি করা হয়। গত সোমবার থেকে বৃহস্পতিবার চার দিনে বিক্রি হয় ৩ হাজার ৪৮৫টি ফরম।

তবে শনিবার, ৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা দেন, ‘ভাইস চেয়ারম্যানের পদ দুটি উন্মুক্তই থাকছে, মনোনয়ন দেওয়া হচ্ছে না।’

অর্থাৎ দলের যে কেউ ওই পদে প্রার্থী হতে পারবেন। বিএনপি নির্বাচনে না আসায় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্যই এ সিদ্ধান্ত বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ একটি সংবাদমাধ্যমকে বলেছেন, যেহেতু সিদ্ধান্ত বদল হয়েছে তাই টাকা ফেরত দেয়া হবে। প্রত্যেক প্রার্থীর টাকা নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন দপ্তর সম্পাদক।

এইচএ/০৯.০২.১৯