ভারতে করোনার টিকা নিয়ে অসুস্থ ৫১, একজন ‘গুরুতর’

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ভারতে করোনাভাইরাসের টিকা গ্রহণের পর ৫০ জনের শরীরে অল্প পরিমাণে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা ‘কিছুটা গুরুতর’।

আজ রোববার, ১৭ জানুয়ারি এই খবর  এএনআইয়ের বরাত দিয়ে প্রকাশ করেছে এনডিটিভি।

সত্যেন্দ্র জৈন গণমাধ্যমকে জানান, গতকাল শনিবার ভারতে ৪ হাজার ৩১৯ জন স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা দেয়া হয়েছে।  এই টিকা গ্রহণের পর এখন পর্যন্ত ৫১ জনের শরীরে ‘ছোটখাটো’ জটিলতা দেখা দিয়েছে। দিল্লিতে এদের মধ্যে একজনের অবস্থা ‘কিছুটা গুরুতর’ বলে জানা গেছে।

টিকা নিয়ে অসুস্থ হওয়া ওই ব্যক্তিকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সত্যেন্দ্র জৈন আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তি ছাড়া অন্যদের বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।

এরআগে শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরআই/রাতদিন

মতামত দিন