ভারতে চামড়া পাচারের আশংকা, ফুলবাড়ি সীমান্তে বিজিবি’র টহল জোরদার

ভারতে চামড়া পাচার রোধে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের তুলনায় দেশে গরু ও ছাগলের চামড়ার দাম কম হওয়ায় চামড়া পাচারের আশঙ্কা দেখা দেওয়ায় বিজিবি এই ব্যবস্থা নিয়েছে। 

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকার ৩৬ কিলোমিটার ‘ঝুকিপূর্ণ’ সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার, ১২ আগস্ট লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আনোয়ার-উল-আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে ভারতে চামড়া পাচার না হয় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দফতরের নির্দেশনা মোতাবেক বিজিবির অতিরিক্ত টহল জোড়দার করা হয়েছে।

চোরাকারবারীরা যাতে ভারতে চামড়া পাচার করতে না পারে এ ব্যাপারে সীমান্তে দায়িত্বরত প্রতিটি বিজিবি ইউনিটকে সতর্ক করা হয়েছে। 

সীমান্তে চামড়া চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে ঈদের আগে থেকেই নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।