ভারতে হাসপাতাল থেকে বাড়ি গিয়ে মারা গেলেন করোনাআক্রান্ত বৃদ্ধ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজন মারা গেছেন ভারতে। ৭৬ বছর বয়সী ওই ব্যক্তি গত মঙ্গলবার কর্নাটকের কালবুর্গিতে মারা যান তিনি।

আজ বৃহস্পতিবার, ১২ মার্চ রাতে সরকারি কর্মকর্তারা এর সত্যতা নিশ্চিত করেছেন। খবর এনডিটিভি ও এবিপি আনন্দ।

তারা জানান, তিনি করোনা আক্রান্ত ছিলেন। গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ফিরেছিলেন ওই ব্যক্তি।  হায়দরাবাদ বিমানবন্দরে তাঁকে পরীক্ষা করা হলেও সেই সময় কোনও লক্ষণ ছিল না তাঁর।

তবে ৫ মার্চ  তিনি কালবুর্গির  একটি বেসরকারি হাসপাতালে যান এবং সেদিনই শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের কারণে তাঁকে ভর্তি করা হয়। তাঁর শরীরে করোনা ভাইরাস পান হাসপাতালের কর্মীরা। তিনদিন পর তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেদিনই তাঁকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যান বাড়ির লোকেরা, রাত ১০.৩০টায় তাঁর মৃত্যু হয়।

তবে কেন সম্ভাব্য করোনা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে রোগীকে নিয়ে যেতে দিল তা পরিষ্কার নয়।

এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে ৭৩ ব্যক্তি আক্রান্ত হয়েছেন।

এবি/রাতদিন