ভালোবাসা দিবসে রাশি বুঝে উপহার

উপহার পেতে বা দিতে সবারই পছন্দ। উপহার দামি হোক বা কম দামি, সেটা বড় কথা নয়। উপহার যদি মনের মতো হয়, তা হলেই খুশির সীমা যায় বেড়ে ।

তবে ভালোবাসা দিবসে রাশি অনুযায়ী উপহার দিলে ভালোবাসার মানুষের মন জয় করা যেতে পারে, সহজেই।

দেখে নিন রাশি ভেদে কার কী উপহার পছন্দ :

মেষ :  মেষ রাশির জাতিকারা সবথেকে ভালবাসে বেড়াতে। নতুন নতুন জায়গায় ঘুরতেই তাদের পছন্দ। এ রাশির উপহার হতে পারে ঘড়ি, আইপড বা গান শোনার যে কোনও জিনিস।

বৃষ :  এ রাশির মানুষের সবচেয়ে পছন্দ কেনাকাটা করা। তারা একটু দামি জিনিস উপহার পেলে খুশি হয়। তা হতে পারে গয়না, জামা কাপড়। ফুলও পছন্দের তালিকায় রয়েছে বৃষ রাশির জাতিকাদের।

মিথুন : মিথুন রাশির পছন্দ গল্প করা। বেড়াতে নিয়ে গেলেও খুশি হবে। ফোন হতে পারে মনের মতো উপহার ।

কর্কট : কর্কট রাশির জাতিকারা সংসারের প্রয়োজনীয় জিনিস উপহার দিলে খুব খুশি হয়। তবে পারফিউম বেশি পছন্দ।

সিংহ : সিংহ রাশির জাতিকারা নতুন নতুন জামা কাপড় পরতে পছন্দ করে।  তাই তাদের পোশাক উপহার দেওয়াই শ্রেয়।

কন্যা : কন্যা রাশির জাতিকারা ছবির ফ্রেম, বাঁধানো ছবি বা  পারফিউম পেলে খুব খুশি হয়।

তুলা :  এ রাশির জাতিকারা ঘর সাজানোর জিনিস উপহার হিসাবে পেলে খুব খুশি হয়। তবে পুতুল বেশি পছন্দ।

বৃশ্চিক : বৃশ্চিক রাশির জাতিকারা শপিং করতে ও বেড়াতে খুশি। উপহার হিসেবে পেতে চায় পোশাক।

ধনু : এ রাশির জাতিকাদের দূরের রোমান্টিক জায়গায় বেড়াতে নিয়ে গেলে খুশি হবে। খুশি সাজগোজের জিনিসে।

মকর : ফুলের তোড়া পছন্দ। তবে সব চেয়ে পছন্দ বই। এ রাশির জাতিকারা বই পড়তে ভালবাসে।

কুম্ভ : কুম্ভ রাশির জন্য উপহার হতে পারে ছোটখাটো গয়না বা  শাড়ি। তারা উপহার হিসেবে খাদ্যদ্রব্যও পছন্দ করে।।

মীন :  এ রাশির জাতিকারা ঘর সংসারের জিনিস উপহার হিসাবে পেলে আনন্দ পেয়ে থাকেন।

এবি/রাতদিন