ভাষা দিবসে স্কুলব্যাগ পেল পাটগ্রামের ১ হাজার ৭শ’ শিক্ষার্থী

লালমািনরহাটের পাটগ্রাম উপজেলার শিক্ষার্র্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যতিক্রমী এই আয়োজন করে উপজেলার বাউরা এলাকার একটি স্কুল।

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টায় বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।

এসময় ইউনিয়নের বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ৭০০ শিক্ষার্থীদের মাঝে এসমস্ত স্কুলব্যাগ বিতরণ করা হয়।

শিল্পপতি আলহাজ্ব সাজাহান আলমের ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের এসব স্কুল ব্যাগ সরবরাহ করা হয়। তিনি জানান, এই স্কুলের বেশীরভাগ শিক্ষার্থীই নিম্নবিত্ত পরিবারের। তাদের স্কুলজীবন আনন্দময় করার জন্যই এই উদ্যোগ। অন্যদিকে নতুন স্কুলব্যাগ পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক রন্জু, বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনিছুর রহমান মিঠু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুস সাত্তার , বাউরা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজানুর রহমান বাবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এবি সফিউল আলম লাবু, সাংবাদিক আজিজুল হক দুলাল, সহকারী শিক্ষক আব্দুর রশিদ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেএম/রাতদিন