ভূগর্ভস্থ পানি সংরক্ষণে সচেতনতা বাড়াতে জামালদহে শিক্ষার্থীদের শোভাযাত্রা

ভূগর্ভস্থ পানি সংরক্ষণে সচেতনতা বাড়াতে শোভাযাত্রা করেছে ভারতের কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ তুলসী দেবী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শুক্রবার, ৫ জুলাই এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ভারতের বিভিন্ন রাজ্যে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়তে পারে এ রাজ্যেও। এখন থেকে সচেতন না হলে অচিরেই এ রাজ্যেও পানীয় জলের সংকট দেখা দেবে। তাই জনসচেতনতা বাড়াতে এই শোভাযাত্রা বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল চন্দ্র দাস জানান, ভবিষ্যতে এ রাজ্যে জলের সংকট দেখা দিতে পারে। সেজন্য জলের অপচয় বন্ধ করে জল সংরক্ষণে সচেতনতা বাড়াতে এই শোভাযাত্রা।

শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে শুরু হয়ে জামালদহ বাজার ঘুরে বিদ্যালয়ে এসে শেষ হয়।

জেএম/রাতদিন