ভূরুঙ্গামারীতে নবজাতক কন্যা সন্তানকে বাঁশঝাড়ে ফেলে পালালেন মা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হাসপাতালে সন্তান প্রসব করে বাঁশ ঝাড়ে ফেলে পালিয়ে গেছেন মা। সন্তান প্রসবের পর হাসপাতাল থেকে কোন ছাড় পত্র না নিয়েই সন্তান সহ পালিয়ে যান ওই মা।

হাসপাতাল সুত্রে জানা গেছে, গত শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি খাদিজা খাতুন (৩৫) নামের এক গর্ভবতী মহিলা সন্তান প্রসব জনিত সমস্যার কারনে হাসপাতালে ভর্তি হন। তিনি উপজলা সদর ইউনিয়নের  গোপালপুর গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী। 

ভর্তির পর শনিবার সকাল ৮.৩০ মিনিটে একটি কন্যা সন্তান প্রসব করে তিনি। যার নাম রাখা হয় সুবর্ণা।

এরপরই সন্তানসহ নিখোঁজ হন খাদিজা। পরে হাসপাতালের পিছনের একটি বাঁশ ঝাড়ে শিশুর কান্নার আওয়াজ শুনে এলাকার লোকজন শিশুটিকে উদ্ধার করে। শিশুটি বর্তমান হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। 

কি কারনে ঐ মা এ ঘটনা ঘটিয়েছেন তা নিম্চিত করতে পারেননি উপজেলা স্বাস্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম। তিনি জানান, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং পুলিশকে অবহিত করা হয়েছে। শিশুটির প্রকৃত পরিচয় পাওয়া না গেলে সরকারী নির্দেশন মোতাবেক প্রয়োজনীয়  ব্যবস্থা নেয়া করা হবে।

এলাকাবাসীর ধারনা, কন্যা সন্তান অথবা অবৈধ সন্তান হওয়ার কারনে সন্তান ফেলে মা পালিয়ে যেতে পারেন।

মতামত দিন