ভূরুঙ্গামারীতে ২০২০টি গাছের চারা লাগিয়ে মুজিববর্ষ উদযাপন

‘গাছ লাগিয়ে যত্ন করি, সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ি’ স্লোগান নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন জায়গায় এবং প্রতিষ্ঠানে ২০২০ টি গাছের চারা রোপণ ও বিতরণ করে ‘মুজিববর্ষ’ উদযাপন করলো স্বেচ্ছাসেবা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘স্বপ্নের বাংলাদেশ’।

আজ বৃহস্পতিবার, ৬ আগস্ট বিকালে উপজেলার পাগলাহাট বাজারের তরুপল্লব পাঠাগার চত্বরে বৃক্ষ রোপনের পাশাপশি  একজন  শিশুর হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আসলাম হোসেন সওদাগর।

পরে উপস্থিত জনসাধারণের মাঝে এবং পার্শ্ববর্তী স্কুল, মসজিদ, মাদ্রাসা ও প্রতিষ্ঠানে ফলজ, বনজ, ঔষধি এবং ফুলের চারাসহ নানা প্রজাতির ২০২০ টি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুপল্লব পাঠাগারের সদস্য সচিব জনাব ডা. মো. আবু ইউসুফ।

অনুষ্ঠানে  এলাকার ছাত্র-ছাত্রী, উদ্যমী তরুণ-তরুণীনহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা  করেন স্বপ্নের বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. ফারুক আহমেদ ।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বপ্নের বাংলাদেশের  সদস্য মো. কামরুল ইসলাম, মো. মামুনুর রশিদ মুকুল, আব্দুল খালেক, আমিনুল ইসলাম, মজনু মিয়া, মিন্টু ও সেলিম।

এবি/রাতদিন