ভোটকেন্দ্রে অনিয়মের খবর পেলেই ব্যবস্থা: রংপুরে সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, রংপুর-৩ আসনের উপনির্বাচনে
কারচুপি কিংবা ভোটকেন্দ্র দখলসহ কোনো অনিয়মের খবর পাওয়া গেলে সেই ভোটকেন্দ্রের ভোট বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কোনো অনিয়ম বরদাশত করা হবেনা বলেও তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

আজ সোমবার, ৩০ সেপ্টেম্বর দুপুরে রংপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ভোট কেন্দ্রে ভোটাররা নিরাপদে ভোট দিতে আসবেন এবং নিরাপদে ভোট দিয়ে বাড়িতে ফিরে যাবেন এ জন্য সব ধরনের ব্যাবস্থা নেয়া হয়েছে। আমরা এ সবের সঙ্গে কোনো কমপ্রোমাইজ করবোনা।’

সভায় জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর হোসেন।

এবি/রাতদিন