মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু

রাজধানীসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।

মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে আজ শুক্রবার, ৪ অক্টোবর শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব।

পঞ্চমী তিথিতে বেলশাখায় দেবী দুর্গার বোধন হয়েছে। দক্ষিণায়নের নিদ্রিত দেবীর নিদ্রা ভাঙার জন্য পারিবারিক মন্ডপেও পূজা করা হয়।

জগতের মঙ্গল কামনায় কৈলাসবাসী দেবীর এবারের আগমন ঘটেছে ঘোড়ায় চড়ে। আবার বিজয়া দশমীতেও দেবী দুর্গা ঘোড়ায় চড়েই কৈলাসে ফিরবেন।

এবছর সারাদেশে ৩১ হাজার ৮শ’ পূজামন্ডপে পূজা-আর্চনা চলছে। জেলা পর্যায়ে সর্বাধিক পূজামন্ডপ রয়েছে চট্টগ্রামে।

পূজা উপলক্ষে রাজধানীসহ দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হযেছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত জানান, সারাদেশে ৩১ হাজারের বেশি ম-পে এবার শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।