মাইক্রোসফট টিমসের ভিডিও কলে নতুন ফিচার

ভিডিও কলিং সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো প্রতিদিন নিত্যনতুন ফিচার নিয়ে আসছে। তেমনি এবার মাইক্রোসফট টিমসের ভিডিও কনফারেন্সিংয়ে ইউজাররা নিজেদের ছবি কাস্টম ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবে৷

মাইক্রোসফট এক ব্লগ বিবৃতিতে জানায়, ভিডিও কনফারেন্সিংয়ে ঘরের অগোছালো পরিবেশ এড়াতে ইউজাররা নিজেদের পছন্দমত ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবে৷ কাস্টম ইমেজ এবং অন্যান্য ব্যাকগ্রাউন্ড এফেক্টগুলো শিডিউল মিটিংয়ের জন্য ব্যবহার করা যাবে৷ টিমসের এই ফিচারের মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্লারিং এফেক্টসহ বেশকিছু প্রি-ইনস্টল ইমেজ দেওয়া আছে৷

এদিকে মাইক্রোসফট টিমসের অন্যতম প্রতিদ্বন্দ্বী জুম ভিডিও কনফারেন্সিংয়ের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে৷ তবে জুমে অনেক আগে থেকেই কাস্টম ইমেজ ব্যাকগ্রাউন্ড সুবিধা দিয়েছে৷

টিমসে কাস্টম ব্যাকগ্রাউন্ড ছাড়াও বেশকিছু নতুন ফিচার যোগ করেছে মাইক্রোসফট৷ এরমধ্যে শিডিউল মিটিং, অন্যদেরকে ইনভাট করা, ফ্রি টিম ইউজাররাও তাদের ভিডিও কলে লাউভ ক্যাপশন যুক্ত করতে পারবে৷

সূত্র: দ্য ভার্জ