মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছেছে।

সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সোমবার, ৪ মার্চ  বাংলাদেশ সময় রাত পৌণে ৮টার দিকে সিঙ্গাপুরের সেলেটর বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে তাকে নেয়া হয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। তিনি ড. ফিলিপ কোহের অধীনে চিকিৎসা নেবেন।

স্ত্রী ইশরাতুন্নেসা কাদের এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক ডা. আবু নাসের রিজভী ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে গেছেন।

এর আগে দুপুরে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে একটি চার্টার্ড বিমানে করে বাংলাদেশে আসেন ভারতের কার্ডিয়াক সার্জন দেবী শেঠী।

পরে তার পরামর্শেই ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয় বলে বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন।