মাছের উৎপাদন বৃদ্ধিতে পীরগঞ্জে বিল পুণঃখনন, উদ্বোধন আজ

পীরগঞ্জে সাড়ে ৩৭ লাখ টাকা বরাদ্দে আত্রাই বিল ও চাপুনদহ বিল পুণঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার, ১৭ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় সংসদ সদস্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ইউএনও শ্রীমতি বিরোদা রানী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জানা গেছে, চলতি অর্থবছরে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় আত্রাই বিল ও চাপুনদহ বিল পুণঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। আত্রাই বিলটির দেড় হেক্টর জলাশয় খননে ১৯ লাখ ৯৮ হাজার টাকা এবং চাপুনদহ বিলের ১ দশমিক ৬৭ হেক্টর জলাশয় খনণে ১৮ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দে দেয়া হয়েছে। বিল দুটির গভীরতা ১ মিটার হবে বলে জানা গেছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এটি বাস্তবায়ন করবেন। উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুর রহমান বলেন, দুটি বিলেই ৫ সদস্য বিশিষ্ট এলসিএস কমিটির সদস্যরা বিল খনন করবেন।

জেএম/রাতদিন

মতামত দিন