মাত্র কয়েক ঘন্টা, দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মা সেতু

স্বপ্নের পদ্মা সেতু বাস্তব হতে বাকি আর একটি মাত্র স্পান। স্প্যানটি বসানো হলে পুরো সেতু হবে দৃশ্যমান। ইতোমধ্যে সেই স্পানটিকে নিয়ে আসা হয়েছে সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির কাছে।

আগামীকাল বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর বসতে পারে স্বপ্নের পদ্মা সেতুর ৪১তম স্প্যানটি। এটিই শেষ স্প্যান।

মাওয়া প্রান্তে এখন ১১টি স্প্যান দৃশ্যমান, জাজিরা প্রান্তে ২৯টি। মধ্যখানে একটি শূন্যস্থান। সেখানে ৪১তম স্প্যান বসানো হবে। এরমাধ্যমে মাওয়া থেকে জাজিরা মিলিত হবে।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক সফিকুল ইসলাম জানান, ‘২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যানটি জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে বসানো হয়। ২০২০ সালের ১০ ডিসেম্বর সেতু ৪১তম তথা সর্বশেষ স্প্যানটি মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর বসানো হবে’।

সেতুর কাজ করছে চায়না মেজর ব্রিজ কোম্পানি। স্প্যানের দুই পাশে তাই বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা সেটে দেওয়া হয়েছে। দুদেশের সুসর্ম্পকের কথা উল্লেখ করা হয়েছে বড় একটি অংশ জুড়ে।

স্প্যানের গায়ে লিখে রাখা হয়েছে, যে শ্রমিকদের শ্রমে-ঘামে কাজের এত অগ্রগতি, তাদের কীর্তিগাথা।

সর্বশেষ স্প্যানটি স্থাপন পর্যন্ত পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটি ও আশপাশ এলাকায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সর্বশেষ এই স্প্যানটির নিরাপত্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী।

আরআই/রাতদিন