মাত্র ৭ ভোট দেড় ঘণ্টায় !

ভোট শুরু হয়েছে সকাল আটটায়। সকাল সাড়ে ন’টায় কেন্দ্রে গিয়ে দেখা গেল ভোট পড়েছে ৭টি। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি ভোট কেন্দ্রে এমনটাই ছিলো ভোটার উপস্থিতির চিত্র। যদিও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে নির্বাচনী এলাকা গুলোতে।


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় পতনউষার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে নটার দিকে ভোটার উপস্থিতি ছিলো তুলনামূলকভাবে একবারে কম। কেন্দ্রে তথ্য নিতে গিয়ে জানা যায়, শুরু থেকে ওই সময় পর্যন্ত মোট ভোট পড়েছে ৭টি। তবে কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে জানা গেছে, বেলা বাড়ার সাথে সাথে সেখানে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন তারা।

দেখা যায়, ভোট শুরুর পর নির্বাচনি পরিবেশ স্বাভাবিক থাকলেও ভোটাররা আসছেন না ভোটকেন্দ্রে।

মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান জানান, পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ভোট হচ্ছে।

এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ২০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন।

সাত উপজেলায় পৌরসভার সংখ্যা ৫টি, ইউনিয়ন ৬৭, ভোটকেন্দ্র ৫১৯, ভোটকক্ষ ৩ হাজার ৩৯৩, ভোটার পুরুষ ৬ লাখ ৫২ হাজার ২৬৪ এবং নারী ৬ লাখ ৪৫ হাজার ২৪৭ জন। মোট ভোটার ১২ লাখ ৯৭ হাজার ৫১১ জন।

এমবি/রাতদিন